Thursday, October 20, 2011

লোপামুদ্রা ও অন্যান্য


(১)মুখড়া

এ বারোমাস্যা এ মফঃস্বলের ...
দিন এনে খাওয়া-দাওয়া,
রাত্রে গাঢ়-ঘুমে
একপা একপা করে সূর্যের গোলাটি,
স্বপ্নের ভিতরে খোঁজে
আর স্বপ্ন আরও..

(২) ফাল্গুন


আরো একদিন মনখারাপ,
আরো একদিন রোদ্দুরের জ্বর।
বিকেলে ঠিক জানি
হাঘরে কোকিলের ডাকে
জেগে উঠে এই জনপদ
গুটিগুটি জমা হবে পাহাড়তলিতে।

(৩)চৈত্র

নির্ভরতা জেনে গ্যাছে
বাস্তু শহর,
নির্ভরতা জেনেছিল
কৃষ্ণচূড়াও
,
কোলকুঁজো দুপুরের গা ঘেঁষে
পায়রা ডেকেছে।
যুবতী হারিয়ে গ্যাছে
কিশোরীর উন্মোচিত ভিড়ে।

(৪) বৈশাখ

উন্মোচিত কিন্নর-যূথ
হাওয়ায় দেকেছে ক্লান্ত শালবন।
ইশ্‌কুলে ইশ্‌কুলে শেষ হলে আঙ্কিক
নিয়ম-কানুন,
প্রেমিক শিশুটি আনমনে খুঁটে নিলো
তারাদের ধূলো।

(৫) জৈষ্ঠ্য

ধূলোমাখা যেসব শরীরী
নদীভাগে ঘুমুতে চেয়েছে,
তাদের নেশার গন্ধ
একাকীত্ব টেনে আনে
ভাতের থালায়।

(৬)আষাঢ়

তোকে ছুঁয়ে দেখি,
ছেনে দেখি
নিহত পয়গম্বর।
তোর মেঘে শ্বাস,
মেঘে প্রেম,
মেঘে থাক দীর্ঘজীবি ঘর।


(৭)শ্রাবণ

বহুদিন অপচয় হয়নি নাব্যতা,
যৌন-ম্যানিয়াক বিকেলের শেষে
জানলায় ফুটে উঠেছে
ফুটফুটে বেলকুঁড়ি-জুঁইকুঁড়ি
ঘোলাজল,মৃতজল
নেড়ে-চেড়ে দেখে গ্যাছে
আকাশের চানঘর।

No comments:

Post a Comment